মাত্র ১৫ মিনিট কোড করো
by Tamal Anwar Chowdhury
Published on: June 12, 2024
ঘুম থেকে উঠেই ১৫ মিনিট প্রজেক্টে কাজ করবো।
কোডিং প্রোজেক্ট/ক্লায়েন্ট প্রজেক্ট, যাই হোক যাস্ট ১৫ মিনিট, এর চেয়ে বেশি না।
এই বলে এডিটরটা ওপেন করলাম, আর আজকে ১৫ এর যায়গায় ৫১ মিনিট কোড করে ফেললাম ![]()

অনেক সময় কোডিং করে কিছু বানানো এমন একটা নেশা যেটা একবার flow state এ চলে গেলে আর ছাড়তে মন চায় না।
এইভাবে হুট হাট কাজ শুরু করে দেওয়া ভালো।
মাত্র ২ মিনিট করবো; ৫ মিনিট করবো; যাস্ট এই ফাইলটা চেঞ্জ করবো ইত্যাদি।
কিন্তু যখনি অনেক আয়োজন করে ভাবি, আজকে ২-৩ ঘন্টা কোড করে ফাটাইয়া ফেলবো, তখন আর সারাদিন এডিটর ওপেন-ই করি না।
time tracker app: toggl