প্রতিদিন ১ ঘন্টা করে নতুন একটা জিনিস শেখার অভ্যাস

Tamal Chowdhury
by Tamal Chowdhury
Published on: June 11, 2024

সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ফিল্ডে কোন কিছু শিখে শেষ করা যায় না। বিশেষ করে জাভাস্ক্রিপ্ট Eco-System তো আরো বেশি পরিবর্তনশীল।

নতুন নতুন টুলস, টেকনোলজি, আর টেকনিক আসতেই থাকবে, তাই সব কিছু শিখে শেষ করে ফেলার মাইন্ডসেট কোন কাজেই আসবে না। কারন যতদিনে আমি একটা জিনিস শিখে শেষ করবো, ততদিনে হয়তো নতুন একটা কিছু চলে এসেছে।

বরং অন্য একটা মাইন্ডসেট করা আরো ভালোঃ সব সময় আমি নতুন কিছু শিখতে থাকবো।

প্রতিদিন ১ ঘন্টা করে নতুন একটা জিনিস শেখার অভ্যাস, লং টার্মে অনেক কাজে দিবে।

যেমন আজকে আমি TypeScript এর উপরে একটা ভিডিও দেখলাম। ReactJS এ TypeScript এর সব use-case এখানে দেখানো হয়েছে।

এর পরে যখন আমি React প্রোজেক্টে কাজ করবো, তখন আমার স্কিল + কনফিডেন্স আরেকটু বাড়বে।

BTW: TypeScript হলো জাভাস্ক্রিপ্ট এর Superset (আরেকটা উন্নত ভার্সন)

Sharing is Caring: